জনবিতর্ক

জনবিতর্ক

অন্তর্ভুক্তি আর ক্ষমতা: অতীত সংলগ্ন ‘ফ্যাসিবাদ-উত্তর’ বর্তমান

October 8, 2024   0 comments   11:42 am
swadhin sen

আমাদের ইতিহাসের বয়ানে সমন্বয়বাদ/সিনক্রেটিজম একটি জনপ্রিয় ধারণা। বিভিন্ন সময়ে বিভিন্ন মত, ধর্মমত, ধর্মাচার, চর্চার সংমিশ্রণ, সংশ্লেষ, সম্মিলনকে সিনক্রেটিক বা সমন্বয়বাদী হিসেবে পরিবেশন করতে ভালোবাসেন সেক্যুলার বা নন-সেক্যুলার চিন্তার চিন্তকগণ। জনপরিসরেও এই ধারণাটি বহুল আলাপিত ও জনপ্রিয় উচ্চারণের অনুষঙ্গও বটে।

view the post

জনবিতর্ক

সত্য ও ইনসাফের খোঁজে বাংলাদেশ

October 8, 2024   1 comments   4:55 am

আবু সায়ীদকে যে পুলিশ অফিসারটি নিশানা করে মেরে ফেললো, বলুক সে, কী চলছিল তার মাথার মধ্যে। সায়ীদ এর বাবার সামনেই বলুক। কী নির্দেশ ছিল তাদের সে দিন। কে দিয়েছিলো সেই নির্দেশ? জুলাই এ এক পুলিশের ছেলের বুক ঝাঁজরা হয়ে গিয়েছিলো পুলিশেরই গুলিতে।  সে তার উর্ধতন কর্মকর্তাকে কাঁদতে কাঁদতে  বলছিলো, ‘একটা ছেলেকে মারতে কত গুলি লাগে স্যার’? কে দিয়েছিলো ছেলেটাকে মারার আদেশ?

view the post

জনবিতর্ক

স্বাধীন বাংলাদেশ যেমনটা চাই

October 4, 2024   0 comments   4:00 pm

জন্মভূমি বাংলাদেশে মুক্ত থাকুক। মাতৃভূমি বাংলাদেশ সকল নাগরিকের জন্যই মায়ের আদরের আচল পাইতা দিক, বাপের মত সকলকে সন্তানের মতো নায়েক কৈরা তুলুক, অভিভাবকের মতো সমস্ত বালামুছিবত থাইক্যা সকলকেই আগলাইয়া রাখুক।

view the post

জনবিতর্ক

নতুন বংলাদেশের ভারত প্রকল্প

October 4, 2024   0 comments   3:57 pm

মোটাদাগে বলা যায় ভবিষ্যতে বাংলাদেশে যে দলই সরকার গঠন করুক না কেন, বিকশিত পুঁজির রাষ্ট্র ভারত তার সাম্রাজ্যবাদী তৎপরতা অব্যাহত রাখবে ।  তাই নতুন বাংলাদেশে সেই আগ্রাসী প্রবণতার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।  নতুন বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের ভারত প্রকল্প কীভাবে হওয়া উচিত তা ভাবার শুরুতে, বড় রাষ্ট্র হিসেবে ভারতের যে ডমিনেন্স ও ক্ষমতার প্রভাব আমরা দেখতে পাই, তার একটি ব্যবচ্ছেদ করা জরুরি।

view the post

জনবিতর্ক

যদ্দিন রাষ্ট্ররে ভাঙা সম্ভব হইতেছে না

October 4, 2024   0 comments   3:38 pm

বাংলাদেশের ঐক্য ও অগ্রগতির ক্ষেত্রে সবচাইতে বড়ো সুবিধা ছিলো এদেশের প্রায় একই ধরনের মানুষ। অই অর্থে ধর্ম, ভাষা কিংবা নৃতাত্ত্বিক বিচারে বিভাজিত হইবার সুযোগই ছিলো না। কিন্তু এখানকার শাসকশ্রেণী এরমধ্যেও বিভাজনরে জিয়ায় রাখছে নানারকম বৈষম্যমূলক ব্যবস্থার দ্বারা। এক্ষেত্রে তাদের রাজনৈতিক দুরভিসন্ধিই মেজর ফ্যাক্টর হিশাবে কাজ করছে। ফলে, মাইনরিটি একটা ইস্যু হিশাবে সবসময়ই হাজির থাকছে।

view the post

জনবিতর্ক

স্বাতন্ত্র্য এবং সম্ভাবনার জুলাই গণঅভ্যুত্থান

September 27, 2024   1 comments   2:11 am

এই ঘটনার আকস্মিকতায় এবং ভয়াবহতায় আমরা যে বিষয়টি খেয়াল করিনি অথবা মানসিক উৎপীড়ন এড়াতে ভুলে যেতে চেয়েছি তা হলো উঁচু দালানের উপর থেকে স্নাইপার ফায়ার, হেলিকাপ্টার থেকে গুলি, গণকবর, লাশ স্তুপ করে জ্বালিয়ে দেয়া, বাসায ঢুকে গুলি করে মারা এইগুলো ঠিক রাজনৈতিক সহিংসতা বলতে আমরা যা বুঝি ঠিক মধ্যে আর পড়ে না

view the post