Author: মাসকাওয়াথ আহসান

জনবিতর্ক, ভারত প্রশ্ন

চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারির কালে

April 19, 2025   2 comments   6:09 pm

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভারত বর্ণনা করে ভারত-পাকিস্তানের যুদ্ধ বলে। সে কৃপা করে পাকিস্তান উপনিবেশ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। সুতরাং সারাজীবন ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপনিবেশে বসবাস করতে হবে। আর এই উপনিবেশের দেওয়ানির ওপর একচ্ছত্র অধিকার তাদের একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগের। ভারত তার পূর্ব ও পশ্চিম সীমান্তে পাকিস্তান থাকলে দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে পারবে না; তাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে; এই বাস্তবতা কখনো স্বীকার করে না।

view the post