Author: অর্ক ভাদুড়ি
জনবিতর্ক, ভারত প্রশ্ন
ভারতের বাংলাদেশ সংকট: সমস্যা আসলে আধিপত্যবাদী চশমার
September 27, 2024
2 comments 2:05 am
এই মুহূর্তে ভারতের কোনও বন্ধু দেশ নেই৷ ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে মালদ্বীপের ক্ষমতায় এসেছে একটি রাজনৈতিক দল। ভারত ঘনিষ্ঠ নেতা পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন। শ্রীলঙ্কাতেও ভারত বিরোধিতা তীব্র। বাংলাদেশে ভারতের পুতুল সরকারের পতন ঘটেছে। অথচ এর পরেও ভারত বুঝতে পারছে না একটি দপশের জনগণের বিরুদ্ধে গিয়ে গণসম্মতিহীন অবৈধ সরকারের পক্ষে দাঁড়ানো তার নিজের স্বার্থের জন্যই বিপজ্জনক।